বুধবার, ২৪ জুন, ২০২০

আমফানে ক্ষতিগ্রস্ত স্কুলের ছাত্রীদের স্যানিটারি ন্যাপকিন, পঠনপাঠনের সামগ্রী পৌঁছে দিতে উদ্যোগী ম্যাকাউট

আমফানে ক্ষতিগ্রস্ত স্কুলের ছাত্রীদের স্যানিটারি ন্যাপকিন পঠনপাঠনের সামগ্রী পৌঁছে দিতে উদ্যোগী ম্যাকাউট

 



মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়



শুধু শিক্ষা দানই নয়, পাশাপাশি গোটা সমাজকে আলোর কাছাকাছি নিয়ে যাওয়াই একটি বিশ্ববিদ্যালয়ের কর্তব্য। মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমস্ত ক্ষেত্রে সেই চেষ্টা করে আসছে।




 

বার ভয়াবহ আমফান ঝড়ের পরে ম্যাকাউট স্থির করেছিল রাজ্যের যে সমস্ত স্কুল আমফান ঝড়ে বিধ্বস্ত সে সমস্ত স্কুল কর্তৃপক্ষ যদি ম্যাকাউটের কাছে আবেদন জানান তাহলে ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন সকল পড়ুয়াদের জন্য পঠনপাঠন সামগ্রী পৌঁছে দেবে ম্যাকাউটের বিশেষ দল। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয় সেই খবর। তার মধ্যেই সুদূর গোসাবা থেকে সাহায্যের আবেদন আসতেই সেখানে পৌঁছে গেল ম্যাকাউটের বিশেষ দল। দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পাখিরালয় হাইস্কুলে পৌঁছে যায় ম্যাকাউটের দল। শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয় বই ,খাতা, ব্যাগ, পেন সহ পঠন পাঠনের যাবতীয় সামগ্রী। কলকাতার যাদবপুরের আদর্শ বালিকা শিক্ষায়তনের ১৫০ জন ছাত্রীকেও দেওয়া হয় স্যানিটারি ন্যাপকিন এবং খাদ্যসামগ্রী।

 






 
কলকাতার যাদবপুরের আদর্শ বালিকা শিক্ষায়তনের প্রধান শিক্ষিকা 





আমপান এর তান্ডবেও ছাত্রীরা যেন নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণু মুক্ত রাখতে পারে তাই স্যানিটারি ন্যাপকিন হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের সহ নিবন্ধক অনুপ মুখোপাধ্যায়। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শ মত এই কাজ শুরু হয়েছে। অনুপবাবু বলেন, "রাজ্যের যে কোনও স্কুল কর্তৃপক্ষ যদি মনে করেন তাদের স্কুলের ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন প্রয়োজন তাহলে অবশ্যই আবেদন করুন। আমরা বিনামূল্যে তা সরবরাহ করব। আমরা চাই  সকলে সুস্থ থাকুক। ভাল থাকুক।"

ধন্যবাদ








1 টি মন্তব্য:

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...