'কমিউনিটি রেডিও' চালু করতে চলেছে ম্যাকাউট
মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
এটি একটি নির্দিষ্ট ভৌগলিক অঞ্চলের স্থানীয় প্ল্যাটফর্ম। এই রেডিওর মাধ্যমে স্থানীয়ভাবে সংবাদ, বিনোদন, গুরুত্বপূর্ণ তথ্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি সম্প্রচারিত হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহাশয় অধ্যাপক সৈকত মৈত্র প্রথম থেকেই সমাজের সঙ্গে ম্যাকাউটের নিবিড় সম্পর্ক স্থাপনের চেষ্টা করে
এসেছেন। এই কমিউনিটি রেডিও সেই চেষ্টাতেই এক নতুন পালক যোগ করেছে। নদীয়ার হরিণঘাটায় আর কিছুদিনের মধ্যেই এই কমিউনিটি রেডিও চালু হতে চলেছে বলেই জানান ম্যাকাউটের সহ নিবন্ধক অনুপ কুমার মুখোপাধ্যায়।
ওয়েস্টবেঙ্গল ইলেক্ট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ওয়েবেল) এর সহায়তায় এটি যৌথভাবে প্রতিষ্ঠিত হবে। এ লক্ষ্যে ৩৪ লক্ষ ৫১ হাজার টাকা অনুমোদিত হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি পেলে সম্প্রদায় রেডিওগুলি চালু হতে শুরু করে দেবে বলেই জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এভাবে ধীরে ধীরে স্থানীয় সমাজ ,সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থার সঙ্গে আরও একাত্ম হতে পারবে ম্যাকাউট। আপনাদের সকলকে স্বাগত
Khub bhalo udyog. Ebhabei egiye choluk.
উত্তরমুছুনGood initiative
উত্তরমুছুনদুর্দান্ত চিন্তা প্রক্রিয়া
উত্তরমুছুনGood initiative taken by MAKAUT.
উত্তরমুছুনসামাজিক শিক্ষার প্রসারে অনন্য উদ্দোগ আমাদের বিশ্ববিদ্যালয়ের🤗🤗🤗🤗
উত্তরমুছুনA very commendable effort towards disseminating of education at the grassroot level.
উত্তরমুছুনExcellent action programme on community radio will benefit people in a great way.
উত্তরমুছুনA good idea for community development program.
উত্তরমুছুন