মঙ্গলবার, ১০ মে, ২০২২

আলোচনা: বিশ্ব উষ্ণায়ন ও আমাদের ভবিষ্যৎ, কলেজ ও স্কুল কানেক্ট বিভাগ, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ

 

আলোচনা

বিশ্ব উষ্ণায়ন আমাদের ভবিষ্যৎ 

পরিচালনায় : কলেজ  স্কুল কানেক্ট বিভাগমৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পশ্চিমবঙ্গ

 


বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কাছে একেবারেই অজানা নয় যে সমগ্র বিশ্বজুড়েই 'পরিবেশ রক্ষা ' এক বিশেষ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই প্রত্যেক মানুষেরই এই বিষয়ে সচেতন হওয়ার প্রয়োজন।


সেই ভাবনাকে মাথায় রেখে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য আয়োজন করতে চলেছে পরিবেশ বিষয়ক আলোচনা চক্র। এই অনুষ্ঠান ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসেই হবে। হরিণঘাটা ক্যাম্পাসের অনুষ্ঠান শুধুমাত্র ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য. এটি চলবে অনবরত। অংশগ্রহণকারীরা প্রত্যেকেই শংসাপত্র পাবে।

 


স্কুল পড়ুয়াদের জন্য অনলাইনে অনুষ্ঠান হবে

 


আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু :

. বিশ্ব উষ্ণায়ন সুন্দরবন

. বিশ্ব উষ্ণায়ন মেরু প্রদেশের ভবিষ্যৎ

. বিশ্ব উষ্ণায়ন ঠেকাতে উদ্যোগ

 




অংগ্রহণকারীদের করণীয় :

 . নিচে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে থাকা ফর্ম পূরণ করতে হবে

. আলোচনাচক্রে উক্ত যে কোনও বিষয় নিয়েই তারা আলোচনা করতে পারে

. আলোচনার বিষয়বস্তু বা পিপিটি থাকলে সেটি অনুষ্ঠানের পরে বিশ্ববিদ্যালয়কে জমা দিতে হবে। কারণ সেগুলি একটি পুস্তিকা প্রকাশ করা হবে

. অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হবে। 

 

https://forms.gle/VnY9HJJfzDd5zW856


৩১ মে, ২০২২ -এর মধ্যে নাম পাঠাও




পৃথিবীকে বাঁচান । পরিবেশ রক্ষায় সচেতন হোন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...