হাতে তুলে নাও রং-তুলি-পেনসিল
মনের কল্পনাকে আরও প্রসারিত করো।
হাতে তুলে নাও রং-তুলি-পেনসিল।
আর কাগজে ফুটিয়ে তোলো সুন্দর ছবি।
অনলাইনে পাঠিয়ে দাও মৌলানা আবুল কালাম
আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল কানেক্ট বিভাগে।
ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক
সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে স্কুল কানেক্ট বিভাগ স্কুল
পড়ুয়াদের জন্য আয়োজন করেছে রাজ্য স্তরের
অঙ্কন প্রতিযোগিতা।
কারা অংশ নিতে পারবে ?
প্রথম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের
কয়েকটি গ্ৰুপে ভাগ করা হয়েছে :
গ্ৰুপ এ (প্রথম থেকে চতুর্থ )
গ্ৰুপ
বি (পঞ্চম থেকে সপ্তম )
গ্ৰুপ সি (অষ্টম থেকে দশম )
গ্ৰুপ ডি (একাদশ থেকে দ্বাদশ শ্রেণি )
১. প্রত্যেকে যে কোনও বিষয়ে যে কোনও মাধ্যমে(কাগজে বা ক্যানভাসে)একটি ছবি
অঙ্কন করো
২. আর মোবাইলে ছবি তুলে পাঠিয়ে দাও নিচে থাকা লিঙ্কে
৩. ছবির ফাইল সাইজ 100 MB -এর মধ্যে হতে হবে
৪. প্রত্যেকে নিজের আঁকা ছবিতে নিজের নাম, ক্লাস এবং ফোন নম্বর লিখবে। না হলে সেই ছবি বাতিল হতে পারে।
অঙ্কন পাঠানোর শেষ তারিখ ২৫ মে, ২০২২
যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে ফোন
করো ০৩৩-২৯৯৯ ১৫৩৪ নম্বরে (ছুটির দিন বাদে )
প্রতিটি
গ্ৰুপ থেকে প্রথম তিন জনকে দেওয়া হবে পুরস্কার এবং শংসাপত্র
ধন্যবাদ
Sudhu sketch kora jabe naki colour o must?
উত্তরমুছুনখুব ভালো উদ্যোগ নিয়েছেন।
উত্তরমুছুনWhen will be the results out??
উত্তরমুছুন