শুক্রবার, ৬ মে, ২০২২

হাতে তুলে নাও রং-তুলি-পেনসিল

 


হাতে তুলে নাও রং-তুলি-পেনসিল 





ব্যবস্থাপনায় : স্কুল কানেক্ট বিভাগ , ম্যাকাউট পশ্চিমবঙ্গ 


মনের কল্পনাকে আরও প্রসারিত করো।

হাতে তুলে নাও রং-তুলি-পেনসিল।

আর কাগজে ফুটিয়ে তোলো সুন্দর ছবি।


অনলাইনে পাঠিয়ে দাও মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল কানেক্ট বিভাগে।



ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে স্কুল কানেক্ট বিভাগ স্কুল পড়ুয়াদের জন্য আয়োজন করেছে  রাজ্য স্তরের অঙ্কন প্রতিযোগিতা।





 


কারা অংশ নিতে পারবে ?

 

প্রথম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের কয়েকটি গ্ৰুপে ভাগ করা হয়েছে :

গ্ৰুপ এ  (প্রথম থেকে চতুর্থ )

গ্ৰুপ  বি (পঞ্চম থেকে সপ্তম )

গ্ৰুপ সি (অষ্টম থেকে দশম )

গ্ৰুপ ডি (একাদশ থেকে দ্বাদশ শ্রেণি )



কীভাবে অংশ নিতে পারবে ?

 

১. প্রত্যেকে যে কোনও বিষয়ে যে কোনও মাধ্যমে(কাগজে বা ক্যানভাসে)একটি ছবি অঙ্কন করো

২. আর মোবাইলে ছবি তুলে পাঠিয়ে দাও নিচে থাকা লিঙ্কে

৩. ছবির ফাইল সাইজ 100 MB -এর মধ্যে হতে হবে

৪. প্রত্যেকে নিজের আঁকা ছবিতে নিজের নাম, ক্লাস এবং ফোন নম্বর লিখবে। না হলে সেই ছবি বাতিল হতে পারে।

 

 https://bit.ly/3sbum6M



অঙ্কন পাঠানোর শেষ তারিখ ২৫ মে, ২০২২

যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে ফোন করো ০৩৩-২৯৯৯ ১৫৩৪ নম্বরে (ছুটির দিন বাদে )

 প্রত্যেক Group  থেকে প্রথম কুড়ি জনের আঁকা ছবি নিয়ে একটি বই প্রকাশ করা হবে।

 

 প্রতিটি গ্ৰুপ থেকে প্রথম তিন জনকে দেওয়া হবে পুরস্কার এবং শংসাপত্র



ধন্যবাদ 




৪টি মন্তব্য:

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...