সোমবার, ৩০ মে, ২০২২

স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে বিশ্ব পরিবেশ দিবসে ম্যাকাউটের স্কুল কানেক্ট বিভাগ

 

স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে বিশ্ব পরিবেশ দিবসে ম্যাকাউটের স্কুল কানেক্ট বিভাগ




 
ONLY ONE EARTH

 

'একমাত্র পৃথিবী'

পৃথিবী সুরক্ষিত থাকলে আমরা সকলেই সুরক্ষিত থাকব,না হলে যে কোনও সময়েই নেমে আসতে পারে বিপদ। আর সেই পৃথিবীকে সুরক্ষিত রাখার প্রথম পদক্ষেপের নাম পরিবেশ সচেতনতা। পরিবেশকে সুরক্ষিত রাখতে হবে , সুন্দর রাখতে হবে সবুজায়নের মাধ্যমে।  এই সচেতনতা তৈরী হতে হবে একেবারে ছোট বয়স থেকেই। সে কারণেই মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে স্কুল পড়ুয়াদের নিয়ে অনলাইনে অনুষ্ঠানের আয়োজন করেছে ম্যাকাউটের স্কুল কানেক্ট বিভাগ।  ৫ জুন , ২০২২ সন্ধ্যা ৭ টা  থেকে বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ সচেতনতার অনুষ্ঠানে থাকছি আমরা সঙ্গে থাকছে এ রাজ্যের বিভিন্ন স্কুলের খুদে পড়ুয়ারা।


 
কী করতে হবে পড়ুয়াদের ?

১. পরিবেশ বাঁচাতে সে নিজে কী কী করছে পেশ করতে হবে সেই তথ্য

২. সে নিজে কীভাবে অপরকে এই কাজে প্রেরণা দেবে সেটা জানাতে হবে

৩. গাছ যে আমাদের পরম বন্ধু সেই ভাবনাকে সকলের মধ্যে সঞ্চার করতে হবে

   . এক একজন পড়ুয়ার সময় সর্বাধিক ৭ মিনিট

 

অংশগ্রহণকারী প্রত্যেক পড়ুয়াকে শংসাপত্র দেওয়া হবে

 

ধন্যবাদ

 

স্কুল কানেক্ট বিভাগ

ম্যাকাউট , পশ্চিমবঙ্গ

হরিণঘাটা , নদিয়া

 

যোগাযোগ: ০৩৩- ২৯৯৯ ১৫৩৪

৮১৫৮৮৬১৬১০


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...