মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

শূন্যতা শুধু শূন্যতারই জন্ম দেয়। তাই প্রতি মুহূর্তে মনকে পরিপূর্ণ রাখতে হবে।

"শূন্যতা শুধু শূন্যতারই জন্ম দেয়। তাই প্রতি মুহূর্তে মনকে পরিপূর্ণ রাখতে হবে।"





শূন্যতা শুধু শূন্যতারই জন্ম দেয়। তাই প্রতি মুহূর্তে মনকে পরিপূর্ণ রাখতে হবে।

মানসিক অবসাদ থেকে থেকে মুক্তি পেতে সঙ্গীতের বই পড়ার বিকল্প প্রায় নেই বললেই চলে। আর মনের শান্তির জন্য অবশ্যই পরিবারের প্রতি সহানুভুতিশীল হোন। 

লকডাউন পরিবর্তিত এই পরিস্থিতিতে সকলকে ভাল থাকার জন্য ওয়েবিনারের মাধ্যমে এই বার্তা দিলেন মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়। গত ১৭ জুন সন্ধ্যায় পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের এই বার্তা দিলেন তিনি।



তিনি জানান, লকডাউনের জেরে একটানা বাড়িতে বসে থেকে অনেকেই মানসিক সমস্যায় ভুগছেন। অনেকের মধ্যে অবসাদ দানা বাঁধছে। এর থেকে সকলকে বেরিয়ে আসতে হবে বলে বেশ কিছু পরামর্শ দেন তিনি। প্রতিদিন বাধ্যতামূলক ভাবে শরীরচর্চা করার পরামর্শ দেন তিনি। হতাশা কাটাতে যে কোনো ধরনের নেশা থেকে দূরে থাকার আবেদন করেন উপাচার্য। কারণ, সরাসরি এর কুপ্রভাব বাড়ির শিশুদের ওপর পড়বে বলেই আশঙ্কা তাঁর।



মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়

তিনি জানিয়েছেন বেশ কয়েকটি কাজ করলে মানসিক অবসাদ থেকে অনেকটা মুক্তি মিলতে পারে।

. কয়েকদিন অন্তর ঘরের আসবাবপত্রের স্থান পরিবর্তন করুন। . রান্নার রেসিপি জেনে সেগুলি করার চেষ্টা করুন। রান্না যেমনই হোক, মনে শান্তি পাবেন। কাটবে অবসাদও। . বেশি করে পছন্দের গান শুনুন। . পছন্দের বই পড়ুন। . বাড়ি থেকে অফিসের কাজ করলে তার জন্য নির্দিষ্ট সময় বাছুন।  প্রয়োজনে একটি আলাদা ঘরকে অফিস হিসেবে ব্যবহার করুন। . ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়ান।  . বাড়ির শিশুদের সঙ্গে আনন্দে সময় কাটান।  . বাড়ির  পোষ্যদের সঙ্গে খেলা করুন  করুন. সকালে বাড়ির ছাদে হলেও রোদে হাঁটাচলা করুন।  ১০. অবশ্যই শরীরচর্চা করুন। ১১। মনকে ভর্তি রাখুন। খালি হতে দেবেন না।  সঙ্গে অবশ্যই নিজের ইমিউনিটি শক্তি বৃদ্ধির চেষ্টা করুন।  



এভাবে নিজেকে এবং পরিবারের সকলকে ভাল রাখা যায় বলেই আশা প্রকাশ করেছেন মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়। ওই ওয়েবিনার উপস্থিত ছিলেন ম্যাকাউটের অন্য্ বেশ কয়েকজন অধ্যাপকও। এ ভাবে ওয়েবিনারের মাধ্যমে মন ভাল রাখার পথ দেখানোয় অনেকেই উপকৃত হবে বলে আশা ম্যাকাউটের।    

সোমবার, ২২ জুন, ২০২০

ওয়েবিনারের মাধ্যমেই আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

ওয়েবিনারের মাধ্যমেই আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

 

উদ্বোধন করছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র

উদ্বোধন করছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র  
মহাশয় 




যোগা ইন্সট্রাক্টর দেবব্রত বিশ্বাস



শারীরিক মানসিক ভাবে সুস্থ থাকতে গেলে যোগ ব্যায়ামের জুড়ি মেলা ভার। তাই কোভিড - ১৯ এর চোখরাঙানি থাকলেও সেগুলিকে দূরে সরিয়ে রেখে ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে আন্তর্জাতিক যোগ দিবস পালন করল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

২১ জুন রবিবার সকালে হরিণঘাটা ক্যাম্পাসে এক ওয়েবিনারের মাধ্যমে এই আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়। সেখানে যোগ ব্যায়াম করে দেখান যোগা ইন্সট্রাক্টর দেবব্রত বিশ্বাস। ওই ওয়েবিনার যোগ দেন ম্যাকাউটের কর্মচারী, বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ এবং পড়ুয়ারা।



বছরে যোগ দিবসের মূল কথাই ছিল "বাড়িতে যোগ এবং পরিবারের সাথে যোগব্যায়াম" হাতে কলমে সেটাই করে দেখাল ম্যাকাউট। 

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ম্যাকাউটের সহ নিবন্ধক অনুপ কুমার মুখোপাধ্যায়। তিনিও ওয়েবিনারের মাধ্যমে সকলকে নিয়মিত যোগ অভ্যাস করার জন্য আহ্বান জানান।

মাননীয় উপাচার্য মহাশয় জানান আমাদের মানসিক শারীরিকভাবে সুস্থ রাখতে পারে নিয়মিত যোগাভ্যাস। সে কারণে শুধু একদিন নয়, প্রতিদিন যোগ অভ্যাস করতে বলেছেন।  

দিন সন্ধ্যায় আবার ওয়েবিনার করে বিশ্ববিদ্যালয়ের তরফে সকলের সঙ্গে যোগাযোগ কর হয়। মূলত সেটা ছিল প্রশ্নোত্তর পর্ব। যোগ ব্যায়াম বিষয়ক নানা প্রশ্নের উত্তর দেওয়া হয়। 

পরিশেষে সকলকে ধন্যবাদ জানান সহ নিবন্ধক অনুপ কুমার মুখোপাধ্যায়।               



বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

সমাজকে দিশা দেখাতে, মাকাউট শুরু করছে ‘Entrepreneurship Portal'



সমাজকে দিশা দেখাতে, মাকাউট

শুরু করছে ‘Entrepreneurship Portal'

মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈকত মৈত্র  মহাশয় 

পশ্চিমবঙ্গের মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একাংশ 


'শিল্পোদ্যোগী'

ইংরেজিতে 'Entrepreneurship.'  

শব্দটির সঙ্গে কম বেশি আমরা সকলেই পরিচিত। কিন্তু এই লকডাউন পরিস্থিতিতে এই শব্দটির গুরুত্ব যেন বেড়ে গিয়েছে অনেকটা। আমরা উপলব্ধি করতে পারছি অনেক বিপদের সময় আমাদের বাঁচিয়ে দিতে পারে যে কোনো ধরনের শিল্পোদ্যোগ। অর্থাৎ ছোট ছোট সব ধরনের শিল্পই আমাদের অর্থনৈতিক ভাবে বাঁচিয়ে দিতে পারে। শুধু তাই নয়, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাকাউট), ডব্লিউবি -র উপাচার্য মাননীয় অধ্যাপক ড. সৈকত মৈত্র বলেন, একটি শিল্পোদ্যোগ এক সঙ্গে অনেকগুলি পরিবারকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। কিন্তু এর জন্য চাই সঠিক পরামর্শ র একটু সাহায্যের হাত। মাকাউট যেহেতু শুধু পরামর্শ দিয়েই ক্ষান্ত থাকে না, তাই এবারে সকলের জন্য বিশেষ 'শিল্পোদ্যোগী পোর্টাল ' বা 'Entrepreneurship Portal' তৈরী করতে শুরু করেছে মাকাউট।
গত ২৩ এপ্রিল এক অনলাইন সভায় এ কথা জানান মাননীয় উপাচার্য মহাশয়। কয়েকজন বিশেষজ্ঞকে নিয়ে তৈরী হয়েছে একটি কমিটিও। 

সেই কমিটি এই পোর্টাল তৈরিতে ব্যস্ত রয়েছেন।  





কি থাকবে ওই পোর্টালে?
ওই কমিটির এক সদস্য জানান, এই পোর্টাল আদতে একটি পাঠাগারের মত।  অর্থাৎ যেখানে এক লহমায় শিল্পোদ্যোগী সম্পর্কিত সমস্ত তথ্য পেয়ে যাবেন উদ্যোক্তারা।  তারা জেনে নিতে পারবেন সমস্ত শিল্পদ্যগের খুঁটিনাটি। সেখানে থাকবে বিভিন্ন শিল্পের ক্ষেত্রে সফল হয় মানুষদের গল্প। যা থেকে শুধু অনুপ্রানিত হওয়া নয়, আগামী দিনের রাস্তা চলার জন্য উপযুক্ত দিক নির্দেশ পেতে পারেন তারা। মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈকত মৈত্র জানান, যে খুব  শিগগিরই এই পোর্টাল তৈরি হবে, যেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত উদ্যোগী কার্যক্রম প্রদর্শন করা হবে। তার পাশাপাশি, উদ্যোক্তাদের সাফল্যের গল্প, স্টার্ট-আপ ক্রিয়াকলাপগুলির লিঙ্ক, আগত ওয়েবিনার, ব্লগ পোস্ট করা ইত্যাদি এই পোর্টালটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লিঙ্ক করা হবে। তিনি আরও জানান, মাইক্রো উদ্যোক্তারা তাদের বাড়ি থেকে কাজ করতে এবং ব্যবসা পরিচালনা করতে সক্ষম হবেন। এই মডেলটি অনুসরণ করে জাপান চূড়ান্তভাবে সফল হয়েছে। 

পশ্চিমবঙ্গের মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হরিণঘাটা ক্যাম্পাসের একাংশ 

পশ্চিমবঙ্গের মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হরিণঘাটা ক্যাম্পাসের একাংশ 

এ জাতীয় উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয়ের দ্বারা হরিণঘাটা অঞ্চল ও অন্যান্য জায়গাগুলিতে এবং আশেপাশে সাধারণ সুবিধামত কেন্দ্রগুলি তৈরি করা হবে।

 অদূর ভবিষ্যতে অনেক পণ্য এবং পরিষেবাদির বাজার নতুন করে তৈরী হবে।
স্যানিটাইজার উৎপাদন
বাড়ির তৈরি সাবান
প্রাকৃতিক স্বাস্থ্যসেবা পণ্য
পরিষ্কারের এজেন্টস
বাড়ির তৈরি কুকিজ
খাবারের জিনিসপত্র ইত্যাদি
 আইটি ভিত্তিক পরিষেবা (ক্লাউডের মাধ্যমে)
অ্যাপ ভিত্তিক পরিষেবাগুলিরও চাহিদা থাকবে।
উদীয়মান উদ্যোক্তাদের সহায়তা প্রদান এবং তাদের পণ্য বিপণনে সহায়তা করার জন্য মাকাউট প্রতিশ্রুতিবদ্ধ।



মাকাউট গোটা সমাজকে এবং শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।

রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

গোটা রাজ্যের স্কুলের ছাত্রছাত্রীরা যোগ দিয়েছে মাকাউটের কর্মকাণ্ডে


গোটা রাজ্যের স্কুলের ছাত্রছাত্রীরা

যোগ দিয়েছে মাকাউটের কর্মকাণ্ডে

মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , পশ্চিমবঙ্গ 

মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈকত মৈত্র মহাশয় 

মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , পশ্চিমবঙ্গ 


ঘরে বসে থেকেও নিজের সৃজনশীল সত্ত্বাকে বাইরে বের করে আনা যায়। তার জন্য দরকার অনুঘটকের। এক্ষেত্রে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য অনুঘটকের কাজ করছে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় (মাকাউট) মাননীয় উপাচার্য অধ্যাপক () সৈকত মৈত্র মহাশয়  বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য উপযুক্ত সহ-পাঠ্যক্রমিক ক্রিয়াকলাপের একটি তালিকা চিহ্নিত করেছেন, তারা ঘরে বসে থাকবে। সেখানে বসেই নিজের ভিতরে থাকা সৃজনশীলতাকে বাইরে বের করে আনবে তারা।
ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা যোগ দিয়েছে এই কর্মকাণ্ডে। তোমরাও আর থেমে থেকো না।  

মাকাউট আশা করে যে এই জাতীয় ক্রিয়াকলাপ শিক্ষার্থীদের বর্তমান সঙ্কট পরিস্থিতি সত্ত্বেও হতাশা কাটিয়ে উঠতে এবং পরিবারের সাথে আনন্দিত হতে সহায়তা করবে। মাকাউট তাদের উৎসাহ দেওয়ার জন্য জাতীয় ক্রিয়াকলাপগুলির জন্য তাদের পুরস্কার দেবে বা শংসাপত্র দেবে।



স্কুল শিক্ষার্থীদের জন্য ক্রিয়াকলাপগুলির তালিকা

১. থিম ফটোগ্রাফি (নির্দিষ্ট থিম নির্বাচন করে বাড়ির অভ্যন্তরে তোলা ফটোগ্রাফ) এবং অনলাইনে প্রকাশনা 

. মোবাইল ফোন এবং অনলাইনে প্রকাশনা ব্যবহার করে ভিডিও ফিল্ম ঘরে ঘরে তৈরি করা

. কবিতা, গল্প, ব্লগ এবং অনলাইন প্রকাশনা

. গল্পের বই, উপন্যাস, চলচ্চিত্র, ডকুমেন্টারি, ইউটিউব ভিডিওগুলির পর্যালোচনা

৫. রান্না রেসিপি এবং / অথবা রান্না (ভিডিও ডকুমেন্টেশন সহ)  

৬.  গান / সঙ্গীত রেকর্ডিং (ফটো / ভিডিও ডকুমেন্টেশন সহ) এবং অনলাইন প্রকাশনা

৭. বাড়ির মধ্যে বাগান করা (ভিডিও ডকুমেন্টেশন সহ)

. পিতামাতা এবং পরিবারের সদস্যদের পরিবারের কাজ / বিষয়গুলিতে সহায়তা করা। উদাহরণ; পরিষ্কার করা, আসবাবের পুনর্গঠন, ধোয়া, সাজসজ্জা ইত্যাদি

. সামাজিক সচেতনতা ছড়িয়ে দিতে এবং বার্তা দেওয়ার জন্য সামাজিক নেটওয়ার্কিং দল তৈরি করা  

১০. বাড়িতে পশুপাখি, এবং বয়স্ক ব্যক্তিদের যত্ন নেওয়া 

১১. ভাষা, কম্পিউটার প্রোগ্রামিং ইত্যাদির মতো কোনও দক্ষতা শেখা  

১২. অনুশীলন যোগ, ধ্যান, অনুশীলন

১৩. সেলাই, 

১৪. কোভিড ১৯ সচেতনতার পোস্টার, ভিডিও এবং রচনা প্রবন্ধ (বাংলা এবং ইংরেজি) 



নিম্নলিখিত বিভাগগুলি সেখানে থাকবে:
বিভাগ - নার্সারি থেকে চতুর্থ শ্রেণি 
বিভাগ ২ - পঞ্চম থেকে অষ্টম শ্রেণি
বিভাগ ৩ - নবম এবং দশম শ্রেণি
বিভাগ ৪ - একাদশ এবং দ্বাদশ শ্রেণি


বিশ্ববিদ্যালয় ছাত্রদের ব্যতিক্রমী ক্রিয়াকলাপ প্রদান প্রত্যয়ন করতে বিদ্যালয়গুলির মধ্যে প্রতিযোগিতা পরিচালনা করতে পারে। স্কুল এবং স্বতন্ত্র শিক্ষার্থীরা নিম্নলিখিত ক্রিয়াকলাপের মাধ্যমে তাদের ক্রিয়াকলাপ প্রেরণ করতে পারে:
schoolconnectmakaut19@gmail.com

দয়া করে এই ফর্ম্যাটটি অনুসরণ করুন:

ক্রিয়াকলাপের বিবরণ - ডকুমেন্ট / ফটো / ভিডিওগ্রাফি / ইত্যাদি
শিক্ষার্থীর নাম-
ফোন নম্বর-
মেল আইডি-
ঠিকানা-
শ্রেণি-
বিভাগ-
স্কুলের নাম-

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...