বুধবার, ১৮ মার্চ, ২০২০

আর মাত্র কয়েকটা দিন




আর মাত্র কয়েকটা দিন



মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ 
স্নাতকের সিলেবাস ও ভর্তি সংক্রান্ত যা কিছু জানতে চান ফোন করুন ৮০১৭৬৬৯৩৫৯, ৮৪২০০৩৩৯৬০ এবং ৯৭৪৮৪১২০৭৪ নম্বরে  

মাননীয় উপাচার্য সৈকত মৈত্র মহাশয় 

কয়েকটা দিন পরেই আসবে সেই বহু প্রতীক্ষিত সময়। সিইটি বা কমন এন্ট্রান্স টেস্টের মাধ্যমে স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্টের বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন লক্ষাধিক ছাত্রছাত্রীরা। আগামী এপ্রিল মাসে এই পরীক্ষা হবে। ফর্ম  পূরণ ও পরীক্ষা পুরোটাই হবে অনলাইনে। অধিকাংশ অভিভাবকরাই চিন্তিত থাকেন যে কীভাবে কোথায় তাঁদের সন্তানদের ভর্তি করাবেন। আমরা বলছি, চিন্তার কোনও কারণ নেই। মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সব সময় সব রকমের অবস্থায় আপনাদের সাহায্য করতে প্রস্তুত। ভর্তি সংক্রান্ত যে কোনও সমস্যায় ফোন করতে পারেন ৮০১৭৬৬৯৩৫৯, ৮৪২০০৩৩৯৬০  নম্বরে।




Academic Building 

কোন বিষয় নিয়ে পড়াশুনা করলে আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে সেই দিশা আপনাদের  দেখাবো আমরাই।  


আপনাদের সন্তানদের স্নাতকের যে কোনও কোর্স এ ভর্তি করাতে গেলে বসাতে হবে সিইটি পরীক্ষায়। উচ্চমাধ্যমিকে কোন কোন বিষয় থাকলে এই পরীক্ষায় বসা যাবে তার সবিস্তারে তথ্য পাবেন এই নম্বরে ৮০১৭৬৬৯৩৫৯। এছাড়া যাঁরা কলকাতা বইমেলা বা অন্যান্য জায়গা থেকে মাকাউটের লিফলেট সংগ্ৰহ করেছেন তাঁরা সেখানে বেশ কয়েকটি ফোন নম্বর পাবেন।  সেখানেও সকাল দশটা থেকে সন্ধ্যের মধ্যে যখন খুশি ফোন করতে পারেন।  সমস্ত তথ্য পাবেন হাতের কাছে। নিজেদের মোবাইলে পেয়ে যাবেন একটি ভিডিও যেখানে পেয়ে যাবেন যাবতীয় তথ্য।মোবাইলে সমস্ত তথ্য পেতে হলে যোগাযোগ করুন ৮০১৭৬৬৯৩৫৯, ৮৪২০০৩৩৯৬০  নম্বরে।




নদীয়ার হরিণঘাটায় বড় জাগুলির কাছে অবস্থিত মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুবিশাল ক্যাম্পাসে রয়েছে অনেক কম খরচে পড়াশুনা করার সুবিধা। ছাত্র এবং ছাত্রীদের থাকার সুব্যবস্থা (হস্টেল) যেমন রয়েছে তেমনই রয়েছে অনুশাসন। রয়েছে উন্নত ল্যাব। তাই আর দেরি না করে মনস্থির করেই ফেলুন আর একবার ওই নম্বরে ৮০১৭৬৬৯৩৫৯ ফোন করে সবিস্তারে তথ্য জেনে নিন।  ছাত্রছাত্রীদের সার্বিক উন্নতির স্বার্থে নিরলস প্রয়াস করে যাচ্ছেন মাননীয় উপাচার্য সৈকত মৈত্র মহাশয় এবং তার গোটা টিম। সেই কাজে সাহায্য করে আগামী প্রজন্মকে উন্নতির ধারার সঙ্গে একাত্ম করতে হলে এগিয়ে আসুন।
      



বায়োটেক ভবন 




স্ট্রিট লাইব্রেরী 






স্নাতকের ইউজিসি কোর্স যেগুলি মাকাউটে পড়ানো হয় 

54+2
B.Sc in Animation & Film Making30
B.Sc in Bioinformatics30
B.Sc in Biotechnology30
B.Sc in Environmental Science30
B.Sc in Food Science & Technology30
B.Sc in Forensic Science30
B.Sc in Gaming and Mobile Application Development30
B.Sc in Interior Design30
B.Sc in IT (Artificial Intelligence )30
B.Sc in IT (Big Data Analytics)30
B.Sc in IT (Blockchain Technology)30
B.Sc in IT (Cryptography & Network Security)30
B.Sc in IT (Cyber Security)30
B.Sc in IT (Data Science)30
B.Sc in IT (Internet of Things)30
B.Sc in Material Science30
B.Sc in Mathematics and Computing30
B.Sc in Multimedia Science, Augmented & Virtual Reality30
B.Sc in Multimedia, Animation & Graphic Design30
B.Sc in Robotics & 3D Printing30
BBA30
BBA in Business Analytics30
BBA in Hospital Management30
BBA in Risk Management30
BBA in Tourism and Travel Management30
BCA30



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...