সোমবার, ২৩ মার্চ, ২০২০

স্যানিটাইজার বিতরণ

স্যানিটাইজার বিতরণ
উপাচার্য নিজে স্যানিটাইজার তৈরী করছেন 

মাননীয় উপাচার্য নিজে স্যানিটাইজার তৈরী করেছেন। আনন্দবাজার পত্রিকায় ছবি সহ সেই খবর প্রকাশিতও হয়েছে।  কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক (ড.) সৈকত মৈত্র সাফ জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত সাধারণ মানুষের কাছে সেই স্যানিটাইজার পৌঁছে দেওয়া যায় ততক্ষণ তার সার্থকতা থাকে না। তাই ,মাননীয় উপাচার্যের নির্দেশে মাকাউটের সহ নিবন্ধক মাননীয় অনুপ কুমার মুখোপাধ্যায় মাকাউটের পরিবারের বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে মাকাউটের উদ্যোগেই বিভিন্ন জায়গায় ওই স্যানিটাইজার পৌঁছে দেন। ছবিতে সেই সমস্ত তথ্য তুলে ধরা হল। চাকদহের একটি স্কুলের প্রধান শিক্ষকও বেশ কয়েক বোতল স্যানিটাইজার নিয়ে গিয়েছেন।


আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর 
কল্যাণী থানা 
কল্যাণী জে এন এম হাসপাতাল 

হরিণঘাটা থানা 

হরিণঘাটা ক্যাম্পাস থেকে সায়নিতাইজারের বোতল নিয়ে যাওয়া হচ্ছে। নেতৃত্বে সহ নিবন্ধক মাননীয় অনুপ কুমার মুখোপাধ্যায়


হরিণঘাটা বিডিও অফিস 

বড়জাগুলি  হেলথ সেন্টার


"আমরা সব সময়  মানুষের সঙ্গে ছিলাম, আছি আর চিরকাল থাকবও "







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...