প্রকৃতিতে গণিত
স্কুল
পড়ুয়াদের জন্য ম্যাকাউট পশ্চিমবঙ্গের স্কুল কানেক্টের একটি অনুষ্ঠান
ছাত্র ছাত্রীদের অঙ্কে ভয় দূর করতে ম্যাকাউট,পশ্চিমবঙ্গ রাজ্য স্তরের অন - লাইন (লাইভ) অনুষ্ঠান আয়োজন করেছে । ২১ মার্চ, ২০২১, রবিবার সকাল ১০ টা ৩০ মিনিট। প্রত্যেককে ই- সার্টিফিকেট দেওয়া হবে.
মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ
প্রকৃতির সঙ্গে সর্বত্র জড়িয়ে রয়েছে গণিত ! পশু - পাখির দৈনন্দিন জীবন, পিঁপড়ের চলন, জিরাফ যে গাছের পাতা খায় সেখানেও লুকিয়ে রয়েছে গণিত।
এ সব জানতে শিক্ষার্থীরা অবশ্যই হাজির থাকো
'প্রকৃতিতে গণিত ' এই অনুষ্ঠানে। বক্তব্য রাখবেন মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈকত মৈত্র মহাশয়, ও অন্যান্য বিশেষজ্ঞরা।
কীভাবে রেজিস্ট্রেশন করবে :
এই লিঙ্কে ক্লিক করলে যে ফর্ম দেখতে পাবে অনলাইনে সেটা ফিলাপ করতে হবে. তাহলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে।
সঙ্গে সঙ্গেই তোমাদের মেল আইডি তে একটা লিংক চলে যাবে। যেদিন অনুষ্ঠান হবে অর্থাৎ ২১ মার্চ রবিবার সকাল ১০.১৫ মিনিটে ওই লিংকে ক্লিক করলেই সরাসরি অনুষ্ঠান দেখতে পারবে। এমনকি
তোমরা সরাসরি কথাও বলতে পারবে। Zoom App Download করো
8017669359
schoolconnectmakaut19@gmail.com
যে সমস্ত বিশেষজ্ঞরা থাকবেন তাঁরা হলেন :
অধ্যাপক সৈকত মৈত্র
মাননীয় উপাচার্য
ম্যাকাউট,পশ্চিমবঙ্গ
অধ্যাপক ইন্দ্রনীল মুখোপাধ্যায়
ডিরেক্টর , স্কুল অব ম্যানেজমেন্ট সায়েন্স
ম্যাকাউট,পশ্চিমবঙ্গ
অধ্যাপক সুখেন্দু সমাজদার
ডিরেক্টর, ন্যাচরাল, অ্যাপ্লায়েড অ্যান্ড সোশ্যাল সায়েন্স
ম্যাকাউট,পশ্চিমবঙ্গ
অধ্যাপক পি.এন দত্ত
গণিতের অধ্যাপক
ম্যাকাউট,পশ্চিমবঙ্গ
ড. পার্থ কর্মকার
ডেপুটি সেক্রেটারি (অ্যাকাডেমিক)
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
প্রীতিময় সান্যাল
প্রযুক্তিগত সহায়ক
ম্যাকাউট,পশ্চিমবঙ্গ
MAKAUT, WB , WEBINAR TEAM is inviting you to Join scheduled Zoom Webinar
Topic: "MATHEMATICS IN NATURE " for school students.
When: March 21, 2021, Time- 10:30 AM India
Organized by-
Maulana Abul Kalam Azad University of Technology, West Bengal
Participation certificate will be provided for attending the programme.
Registration Open now.
Register in advance to attend the webinar video conference:
After registering, you will receive a confirmation email containing information about joining the webinar.
For more details mail here
schoolconnectmakaut19@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন