মঙ্গলবার, ৩১ মে, ২০২২

যত্ন নাও বয়স্কদের : ম্যাকাউটের স্কুল কানেক্ট বিভাগের উদ্যোগ

 

যত্ন নাও বয়স্কদের 


ব্যবস্থাপনায়: স্কুল কানেক্ট বিভাগম্যাকাউট, পশ্চিমবঙ্গ




 রাতে ঠাকুমার কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়া আর পরের দিন সকালেই দাদুর হাত ধরে আনন্দে বাইরে বেরিয়ে পড়া।

                                                                           
                                                                                    ভরসার ছোঁয়া .................
.


     

শৈশবের সেই সব মুহূর্তগুলি  আমাদের অধিকাংশের জীবনের অমূল্য স্মৃতি। কিন্তু  সময় যত এগোতে থাকে শৈশবের সেই ভালবাসার মানুষগুলিও ততই জীবনের শেষ প্রান্তে পৌঁছতে থাকে। কুঁচকে যাওয়া চামড়ার কেঁপে ওঠা হাত তখনও তাঁরা বাড়িয়ে দেন আশীর্বাদের জন্য। জুগিয়ে যান মানসিক শক্তি।

 

হ্যাঁ তাঁরা। আমাদের বাড়ির বয়স্করা।

 


তিনি হতে পারেন দাদু, ঠাকুমা বা পরিচিত যে কেউ।  এই সমস্ত মানুষের কাছে শুধু আমরাই নই, চিরকৃতজ্ঞ গোটা সমাজ। যাঁদের তৈরি করা সমাজের বুনিয়াদের ওপরে আমরা এগিয়ে চলেছি।

  

মনে রাখতে হবে, জীবনের সায়াহ্নে এসে তাঁরাও চান শুধু এক চিলতে ভালবাসা। একটু যত্নেই তাঁদের মনও প্রফুল্ল হয়।

 

 তাই হাজারো ব্যস্ততার মাঝেও চলুন তাঁদের জন্য একটু সময় রাখি। বাড়িয়ে দিই যত্ন-ভালবাসার হাত। এই কাজ শুরু করুক ছাত্রছাত্রীরাই।


সেই লক্ষ্যেই মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে এক অভিনব উদ্যোগের পথে ম্যাকাউটের স্কুল কানেক্ট বিভাগ।  

 এই উদ্যোগের মূল কথা - স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এগিয়ে আসুকযত্ন নিক বয়স্কদের, তাঁদের ভরিয়ে তুলুক ভালবাসায়। আর তাদের সঙ্গে নিজেদের ছবি তুলে পাঠিয়ে দিক আমাদের কাছে।

     স্নেহের পরশ .....


 

কী করতে হবে পড়ুয়াদের ?

 ১. বাড়ির বয়স্কদের যত্ন নিতে হবে

২. কীভাবে পড়ুয়ারা এই সমস্ত বয়স্ক মানুষদের যত্ন নিচ্ছে সেই ছবি তুলে গুগল লিঙ্কে আপলোড করতে হবে। যত্নের মুহূর্তের ছবিই প্রয়োজন .

৩. যত্ন করার পদ্ধতি কয়েক লাইন লিখে পাঠাতে হবে। 

৪. বাড়ির কোনও বয়স্ক মানুষ না থাকলে কোনও পরিচিত বয়স্কদের যত্ন নেওয়া যেতে পারে

৫. বয়স্কের অবশ্যই ৬০-এর বেশি বয়স হতে হবে.

এই লিঙ্কে ছবি আপলোড করো


https://forms.gle/5aCroU2iTHYeYD9P7

 

ছবি জমা দেওয়ার শেষ তারিখ ৭ জুন, ২০২২ 


যারা এই উদ্যোগে অংশ নেবে তাদের পাঠানো ছবি এবং লেখা যদি আমাদের বিচারে য্থায্থ মনে হয় একমাত্র তবেই তাদের শংসাপত্র দেওয়া হবে..

 

ম্যাকাউটের কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ক্ষেত্রে এই শংসাপত্র MAR হিসেবে গণ্য হবে 


                                      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ 

                                                                        হরিণঘাটা , নদিয়া 




ধন্যবাদ 



সোমবার, ৩০ মে, ২০২২

স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে বিশ্ব পরিবেশ দিবসে ম্যাকাউটের স্কুল কানেক্ট বিভাগ

 

স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে বিশ্ব পরিবেশ দিবসে ম্যাকাউটের স্কুল কানেক্ট বিভাগ




 
ONLY ONE EARTH

 

'একমাত্র পৃথিবী'

পৃথিবী সুরক্ষিত থাকলে আমরা সকলেই সুরক্ষিত থাকব,না হলে যে কোনও সময়েই নেমে আসতে পারে বিপদ। আর সেই পৃথিবীকে সুরক্ষিত রাখার প্রথম পদক্ষেপের নাম পরিবেশ সচেতনতা। পরিবেশকে সুরক্ষিত রাখতে হবে , সুন্দর রাখতে হবে সবুজায়নের মাধ্যমে।  এই সচেতনতা তৈরী হতে হবে একেবারে ছোট বয়স থেকেই। সে কারণেই মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে স্কুল পড়ুয়াদের নিয়ে অনলাইনে অনুষ্ঠানের আয়োজন করেছে ম্যাকাউটের স্কুল কানেক্ট বিভাগ।  ৫ জুন , ২০২২ সন্ধ্যা ৭ টা  থেকে বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ সচেতনতার অনুষ্ঠানে থাকছি আমরা সঙ্গে থাকছে এ রাজ্যের বিভিন্ন স্কুলের খুদে পড়ুয়ারা।


 
কী করতে হবে পড়ুয়াদের ?

১. পরিবেশ বাঁচাতে সে নিজে কী কী করছে পেশ করতে হবে সেই তথ্য

২. সে নিজে কীভাবে অপরকে এই কাজে প্রেরণা দেবে সেটা জানাতে হবে

৩. গাছ যে আমাদের পরম বন্ধু সেই ভাবনাকে সকলের মধ্যে সঞ্চার করতে হবে

   . এক একজন পড়ুয়ার সময় সর্বাধিক ৭ মিনিট

 

অংশগ্রহণকারী প্রত্যেক পড়ুয়াকে শংসাপত্র দেওয়া হবে

 

ধন্যবাদ

 

স্কুল কানেক্ট বিভাগ

ম্যাকাউট , পশ্চিমবঙ্গ

হরিণঘাটা , নদিয়া

 

যোগাযোগ: ০৩৩- ২৯৯৯ ১৫৩৪

৮১৫৮৮৬১৬১০


মঙ্গলবার, ১০ মে, ২০২২

আলোচনা: বিশ্ব উষ্ণায়ন ও আমাদের ভবিষ্যৎ, কলেজ ও স্কুল কানেক্ট বিভাগ, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ

 

আলোচনা

বিশ্ব উষ্ণায়ন আমাদের ভবিষ্যৎ 

পরিচালনায় : কলেজ  স্কুল কানেক্ট বিভাগমৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পশ্চিমবঙ্গ

 


বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কাছে একেবারেই অজানা নয় যে সমগ্র বিশ্বজুড়েই 'পরিবেশ রক্ষা ' এক বিশেষ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই প্রত্যেক মানুষেরই এই বিষয়ে সচেতন হওয়ার প্রয়োজন।


সেই ভাবনাকে মাথায় রেখে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য আয়োজন করতে চলেছে পরিবেশ বিষয়ক আলোচনা চক্র। এই অনুষ্ঠান ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসেই হবে। হরিণঘাটা ক্যাম্পাসের অনুষ্ঠান শুধুমাত্র ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য. এটি চলবে অনবরত। অংশগ্রহণকারীরা প্রত্যেকেই শংসাপত্র পাবে।

 


স্কুল পড়ুয়াদের জন্য অনলাইনে অনুষ্ঠান হবে

 


আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু :

. বিশ্ব উষ্ণায়ন সুন্দরবন

. বিশ্ব উষ্ণায়ন মেরু প্রদেশের ভবিষ্যৎ

. বিশ্ব উষ্ণায়ন ঠেকাতে উদ্যোগ

 




অংগ্রহণকারীদের করণীয় :

 . নিচে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে থাকা ফর্ম পূরণ করতে হবে

. আলোচনাচক্রে উক্ত যে কোনও বিষয় নিয়েই তারা আলোচনা করতে পারে

. আলোচনার বিষয়বস্তু বা পিপিটি থাকলে সেটি অনুষ্ঠানের পরে বিশ্ববিদ্যালয়কে জমা দিতে হবে। কারণ সেগুলি একটি পুস্তিকা প্রকাশ করা হবে

. অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হবে। 

 

https://forms.gle/VnY9HJJfzDd5zW856


৩১ মে, ২০২২ -এর মধ্যে নাম পাঠাও




পৃথিবীকে বাঁচান । পরিবেশ রক্ষায় সচেতন হোন।

শুক্রবার, ৬ মে, ২০২২

হাতে তুলে নাও রং-তুলি-পেনসিল

 


হাতে তুলে নাও রং-তুলি-পেনসিল 





ব্যবস্থাপনায় : স্কুল কানেক্ট বিভাগ , ম্যাকাউট পশ্চিমবঙ্গ 


মনের কল্পনাকে আরও প্রসারিত করো।

হাতে তুলে নাও রং-তুলি-পেনসিল।

আর কাগজে ফুটিয়ে তোলো সুন্দর ছবি।


অনলাইনে পাঠিয়ে দাও মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল কানেক্ট বিভাগে।



ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে স্কুল কানেক্ট বিভাগ স্কুল পড়ুয়াদের জন্য আয়োজন করেছে  রাজ্য স্তরের অঙ্কন প্রতিযোগিতা।





 


কারা অংশ নিতে পারবে ?

 

প্রথম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের কয়েকটি গ্ৰুপে ভাগ করা হয়েছে :

গ্ৰুপ এ  (প্রথম থেকে চতুর্থ )

গ্ৰুপ  বি (পঞ্চম থেকে সপ্তম )

গ্ৰুপ সি (অষ্টম থেকে দশম )

গ্ৰুপ ডি (একাদশ থেকে দ্বাদশ শ্রেণি )



কীভাবে অংশ নিতে পারবে ?

 

১. প্রত্যেকে যে কোনও বিষয়ে যে কোনও মাধ্যমে(কাগজে বা ক্যানভাসে)একটি ছবি অঙ্কন করো

২. আর মোবাইলে ছবি তুলে পাঠিয়ে দাও নিচে থাকা লিঙ্কে

৩. ছবির ফাইল সাইজ 100 MB -এর মধ্যে হতে হবে

৪. প্রত্যেকে নিজের আঁকা ছবিতে নিজের নাম, ক্লাস এবং ফোন নম্বর লিখবে। না হলে সেই ছবি বাতিল হতে পারে।

 

 https://bit.ly/3sbum6M



অঙ্কন পাঠানোর শেষ তারিখ ২৫ মে, ২০২২

যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে ফোন করো ০৩৩-২৯৯৯ ১৫৩৪ নম্বরে (ছুটির দিন বাদে )

 প্রত্যেক Group  থেকে প্রথম কুড়ি জনের আঁকা ছবি নিয়ে একটি বই প্রকাশ করা হবে।

 

 প্রতিটি গ্ৰুপ থেকে প্রথম তিন জনকে দেওয়া হবে পুরস্কার এবং শংসাপত্র



ধন্যবাদ 




সোমবার, ২ মে, ২০২২

'আমিই উদ্ভাবক', স্কুল পড়ুয়াদের জন্য ম্যাকাউট স্কুল কানেক্ট ডিভিশনের অভিনব উদ্যোগ

 

'আমিই উদ্ভাবক'

 





আমি , এই আমার মধ্যেই রয়েছে যাবতীয় সম্ভাবনা।  শুধুমাত্র সঠিক ভাবে সঠিক পথে সেগুলির প্রকাশ হওয়া প্রয়োজন। তাই ছাত্রছাত্রীদের মধ্যে থাকা উদ্ভাবনার শক্তিকে বাইরে বের করে আনতে উদ্যোগী হল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউটের স্কুল কানেক্ট বিভাগ। ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়ের পরামর্শে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হচ্ছে 'আমিই উদ্ভাবক ' শীর্ষক অনুষ্ঠান।

 



ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়





কীভাবে
হবে এই অনুষ্ঠান ?

 .  ছাত্রছাত্রীদের অনলাইনে একটি ফর্ম পূরণ করতে হবে

. সেখানে দিতে হবে তাদের নাম স্কুলের নাম সহ কিছু তথ্য  

. সেখানে উল্লেখ করতে হবে সে নিজে কী উদ্ভাবন করেছে। অর্থাৎ বিজ্ঞানের কোন মডেল তৈরী করেছে

.  সেই সমস্ত ছাত্রছাত্রীদের পর্যায়ক্রমে স্কুল কানেক্ট বিভাগের পক্ষ থেকে যোগাযোগ করা হবে

. তাদের আমন্ত্রণ জানানো হবে ম্যাকাউটের  অনলাইন প্ল্যাটফর্মে

. সেখানে তাদের তৈরী বিজ্ঞানের কোনও মডেল বা উদ্ভাবনী যা কিছু তারা প্রেজেন্টেশন দেবে।  যা দেখবে গোটা বিশ্ব

. তাদের তথ্যগুলি নিয়ে একটি বই প্রকাশ করা হবে। সেখানে তাদের ছবি নাম সহ তাদের তৈরী নানা মডেলের উল্লেখ থাকবে।

. অংশগ্রহণকারী প্রত্যেকে পাবে পুরস্কার এবং শংসাপত্র

 

নিজের নাম রেজিস্ট্রেশন করার জন্য এই লিংকে ক্লিক করে ফর্ম পূরণ করো


https://bit.ly/3P2Ga59

 



বিশদে জানতে ফোন করো : ০৩৩-২৯৯৯ ১৫৩৪

ওয়েবসাইট – www.schoolconnect.makautwb.net

হরিণঘাটা , নদিয়া



ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...