নিজের মনের কথা শোনো, পুরোটা জেনে তারপর সিদ্ধান্ত নাও ,
পড়ুয়াদের পরামর্শ উপাচার্যের
![]() |
পড়ুয়াদের মুখোমুখি উপাচার্য |
সফল হতে গেলে নিজের মনের কথা শুনতে হয়. কোনও
বিষয়ে পুরোটা
জান এবং তারপরে সিদ্ধান্ত নাও. বিভিন্ন স্কুলের
দ্বাদশ শ্রেণির
পড়ুয়াদের এই পরামর্শই দিলেন মৌলানা আবুল
কালাম আজাদ
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাকাউট) উপাচার্য
অধ্যাপক সৈকত
মৈত্র. সম্প্রতি পর্তুগীজ চার্চ স্ট্রিট এর
একটি কেরিয়ার
কাউন্সেলিং অনুষ্ঠানে পরবর্তী শিক্ষা জীবন
ও নিজের জীবনের পথ
বেছে নিতে পরামর্শ দেন তিনি.
অধ্যাপক মৈত্র জানান, জীবনে সফল হতে গেলে
বেশ কয়েকটি
জিনিসকে মেনে চলতে হয়. কোনও কাজের প্রতি ভালবাসা,
সফল না
হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া, সেই কাজের
প্রতি আত্মার
যোগ থাকা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার
ক্ষমতার
জোরেই একজনব মানুষ জীবনে সফল হতে পারে. অর্থ
উপার্জন
যেমন প্রয়োজন তেমনই সেই অর্থ কী ভাবে উপার্জন
করা হবে
এবং কোন খাতে সেটা খরচ করা হবে এর জন্য সঠিক
সিদ্ধান্তের
প্রয়োজন. এর জন্য নিজের আত্মাকে জাগ্রত করতে
হয়.
তিনি জানান, ক্রমশ দিন বদলাচ্ছে. বর্তমানে
যে জিনিসের চাহিদা
রয়েছে কয়েক বছর পরে তার প্রয়োজন শেষ হতে পারে.
তাই সেই
সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করে এগিয়ে যাওয়া
উচিত যার ফলে
নিজেকে উপযুক্ত হিসেবে গড়ে তোলা যায়. মাকাউটে
কী কী ধরনের
কোর্স করানো হয় তার কথা উল্লেখ করেন তিনি.
কী ভাবে নিজের
স্কিল ডেভলেপমেন্ট সম্ভব সেটাও বলেন উপাচার্য.
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বেসরকারি
কলেজের
অধ্যক্ষ এবং কর্তা ব্যক্তিরা. তাঁরাও সকলকে
প্রযুক্তির দিক
থেকে নিজেদের আরও উন্নতির পরামর্শ দেন. প্রযুক্তির
ওপরে
সকলেরই ক্রমশ নির্ভরতা বাড়ছে. তাই প্রযুক্তিকে
আরও বেশি
করে নিজেদের জীবনের সঙ্গে একাত্ম করে কী ভাবে
নানা সমস্যার
সমাধান করা যায় সেই দিকে অগ্রসর হওয়ার পরামর্শ
দেন তাঁরা.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন