পাঠ্যক্রম ও পঠন-পাঠনে আদ্যোপান্ত ডিজিটালের ছোঁয়া
সল্টলেক ক্যাম্পাসে ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়ে আলোচনা |
আলতা হোক বা শাড়ি, গাড়ি হোক বা
বাড়ি।
নানা সংবাদপত্রে, দেওয়ালে পোস্টার ও
লিফলেট বিলি করেই চলত বিজ্ঞাপনের যাবতীয় কাজ. কিন্তু ক্রমশই সেই বাজারে ভাগ
বসিয়েছে ডিজিটাল মাধ্যম। মানুষের হাতের মধ্যে
বিজ্ঞাপনকে মেলে ধরতে এই মাধ্যম ক্রমশই জনপ্রিয় হচ্ছে। যে কারণে
ডিজিটাল মার্কেটিং নামে কোর্সও চালু হয়েছে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে। এ বার পড়ুয়াদের মধ্যে
এই কোর্সচিকে কী ভাবে আরও জনপ্রিয় করা যায় তা নিয়েই সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের
সল্টলেক ক্যাম্পাসে কর্মশালার আয়োজন করেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে আসা
বিভিন্ন কলেজের প্রতিনিধিদের এই বিষয়টি নিয়ে পড়ুয়াদের মধ্যে সচেতন করতে উদ্যোগী
হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে উল্লেখ করতেই হয়,
ডিজিটাল মার্কেটিং শেখানো হবে অথচ পঠন পাঠনের পদ্ধতি হবে সাদা মাটা এই যুগলবন্দী
কার্যত অসম্ভব। ব্ল্যাকবোর্ড, চক
ডাস্টারের বদলে স্থান পেয়েছে প্রোজেক্টার ও কম্পিউটার। তাই এই
কর্মশালার আগেই ডিজিটাল লার্নিং ব্যবস্থাকে আরও সক্রিয় করতে পরামর্শ দিয়েছিলেন এই
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈকত মৈত্র। সল্টলেক ক্যাম্পাসে হওয়া এক কর্মশালায় এই বিষয়ে
তাঁর পরামর্শ, পঠনপাঠনের গোটা পদ্ধতিতে আরও বেশি করে ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করতে
হবে। পুরনো পদ্ধতির বদলে পঠন পাঠন প্রক্রিয়ায় নিয়ে আসতে
হবে একেবারে নতুন ভাবন। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আরও আকর্ষণীয় করে তুলতে হবে
ক্লাসরুমকে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যের
বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল পদ্ধতিতে পঠন পাঠন শুরু হয়েছে। তবে লক্ষ্য
রাখা জরুরী গোটা পদ্ধতি যেন সঠিক ভাবে কাজে লাগানো যায়। পাশাপাশি ওই কর্মশালায়
উপাচার্য জানান, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স (মুকস) চালু করে পড়ুয়াদের কাছে আরও
বেশি করে পৌঁছে যেতে। শিক্ষামহলের মত, শিক্ষক-ছাত্রের সুসম্পর্কও এখন অনেকটাই
ডিজিটাল পদ্ধতির ওপরে নির্ভর করছে। কারণ পাঠদানের সময়ে পড়ুয়াদের তথ্য ও জ্ঞান
দেওয়ার পাশাপাশি ডিজিটাল মাধ্যমের সাহায্য নিলে সেটা ছাত্রছাত্রীদের কাছে অনেক
বেশি গ্রহণযোগ্য হবে।
ওই কর্মশালায় উপাচার্য জানান, এই
বিশ্ববিদ্যালয়ে মুকসের সুযোগ চালু হওয়ার ফলে অনলাইনে আরও বেশি কোর্স করতে পারবেন
পড়ুয়ারা। আগামী দিনে ডিজিটাল লার্নিং ও ডিজিটাল মার্কেটিং হাত ধরাধরি করে আরও
বেশি অগ্রসর হবে আর সেই পথে যেন মাকাউটের পড়ুয়ারা সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে
পারে তার জন্য সদা সচেষ্ট মাকাউট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন