বুধবার, ১৪ আগস্ট, ২০১৯

ভিডিও গেম সহ প্রযুক্তির নানা কোর্সে  
উৎসাহী কল্যাণীর আইডিয়াল স্কুলের পড়ুয়ারা 



স্কুল কানেক্ট প্রোগ্রামে বক্তব্য রাখছেন মাকাউটের প্রতিনিধি 
ক্লাসরুমের মেঝেতে বসে নবম, দশম  ও একাদশ শ্রেণীর পড়ুয়ারা। প্রযুক্তি সম্পর্কিত নানা কোর্সের ডালি নিয়ে সেখানে যে হাজির হয়েছেন মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাকাউট) স্কুল কানেক্ট প্রোগ্রামের প্রতিনিধিরা। পাওয়্যার পয়েন্টে যখন একের পর এক স্লাইড পরিবর্তন করা হচ্ছে তখন সেখানে ফুটে উঠছে নানা কোর্সের নাম. কিন্তু গেমিং এবং মোবাইল সম্পর্কিত কোর্স দেখেই বাড়তি উৎসাহ দেখা যায় পড়ুয়াদের মধ্যে। এর পর এক একটি কোর্স সম্পর্কে বিশদে জানার আগ্রহ দেখেই বোঝা যায় তাদের মধ্যে  বাড়তি উদ্দীপনা তৈরী হচ্ছে। 


সকলেই যে প্রযুক্তি কোর্স সম্পর্কে সমান ভাবে অবগত, সেটা মোটেই নয়. কিন্তু প্রতিটি কোর্সের সম্পর্কে বিশদে জেনে তাদের মধ্যে আগ্রহ তৈরী হচ্ছে,  কথায় বলে নিজেকে কোনও বিষয়ে যত বেশি সংযুক্ত করা যায় সেই বিষয়ে তত বেশি করে মনে প্রশ্ন জাগে সে কারণেই স্কুল কানেক্টের এই প্রোগ্রামের শুরুতে আমরা আশা করি পড়ুয়াদের থেকে যত বেশি প্রশ্ন আসে ততই ভাল. সেই দিক থেকে এই স্কুলের পড়ুয়াদের ব্যবহার বেশ মনে দাগ কেটেছে প্রতিটি কোর্স নিয়ে তো বটেই, কোন কোর্স কত রকমের সম্ভাবনা, কোন কোর্স কি ধরনের স্টাডি মেটেরিয়াল রয়েছে সমস্ত কিছুই খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করে.



মনযোগী পড়ুয়া











পড়ুয়া তো সরাসরি উঠে প্রশ্ন করে, গেমিং এপ্লিকেশন ডেভলপমেন্ট  নিয়ে পড়াশোনা করলে নতুন করে কোনও গেম তৈরী করা যায় কিনা. ফরেনসিক নিয়ে যে কোনও কোর্স রয়েছে সেটা জেনেও একের পর এক প্রশ্ন করে তারা হরিণঘাটায় এত বিশাল ক্যাম্পাস দেখেও খুশি ওই পড়ুয়ারা জীবনের পরবর্তী লক্ষ্যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই কর্মশালা যথেষ্ট কার্যকরী বলে মেনেছেন স্কুক কর্তৃপক্ষও 






শেষে এটা বলাই যায় প্রযুক্তির এই দুনিয়ায় ওই সমস্ত মেধাকে কাজে লাগিয়ে কী ভাবে রাজ্যকে এবং দেশকে আরও এগিয়ে নিয়ে জন্য যায় সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে মাকাউট    






দেশের ভবিষ্যৎ 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঘরে বসেই অংশ নাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতায়

  অনলাইন লাইভ সঙ্গীত প্রতিযোগিতা, ২০২৩     ব্যবস্থাপনায় : ম্যাকাউট আউটরিচ বিভাগ      মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যা...