প্রযুক্তির সাফল্যে বদ্ধপরিকর মাকাউট, ব্রিটিশ
ডেপুটি হাই-কমিশনারের
সামনে বললেন উপাচার্য
|
৬ আগস্টের সেই অনুষ্ঠান |
প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যেতে গেলে সর্বপ্রথম কাজটি করতে হয় পাঠ্য
পুস্তকে। সেখানে কার্যত বিপ্লব আনতে হয়। কারণ আগামী দিনের সমস্ত সম্ভাবনা তৈরী হয় ছাত্রছাত্রীদের মধ্যে থেকেই। তাই
প্রথমেই সেই জায়গাটিকে পাখির চোখ করেছে পশ্চিমবঙ্গের মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় (মাকাউট)।
|
মঞ্চে বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র |
কয়েক সপ্তাহ আগেই কলকাতার এক পাঁচতারা
হোটেলে পাবলিক রিলেশন্স সোসাইটি অব ইন্ডিয়া কলকাতা চ্যাপ্টার এর উদ্যোগে আয়োজিত ডিজিটাল
মার্কেটিং ওয়ার্কশপ এক্সপোজিশন এবং অ্যাওয়ার্ডস সম্মেলনে বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন
মাকাউটের উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র। এছাড়া
ছিলেন কলকাতার ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ব্রুশ বাকনেল, আইটি অ্যান্ড ইলেক্ট্রনিক্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অব ওয়েস্টবেঙ্গল
এর অ্যাডিশনাল চিফ সেক্রেটারি দেবাশিস সেন , অ্যাডামাস বিশ্ববিদ্যালয় এর উপাচার্য এবং
রাইস গ্রূপের চেয়ারম্যান প্রফেসর সমিত রায়।
|
বিশিষ্টদের সঙ্গে উপাচার্য |
সেখানেই অধ্যাপক সৈকত মৈত্র জানান প্রযুক্তিকে এগিয়ে
নিয়ে যেতে নতুন নতুন কোর্স চালু করা হয়েছে। যেগুলিতে ছাত্রছাত্রীরা বাড়তি উৎসাহ পাবে।
পাশাপাশি রাজ্যে এবং গোটা দেশে প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে। প্রসঙ্গত এ বছর থেকেই বহু কোর্স মাকাউটের ক্যাম্পাসে শুরু হয়েছে। সেখানে ভর্তিও হয়েছেন অনেক ছাত্রছাত্রীরা। এভাবেই সমাজের প্ৰতিটি স্তরে প্রযুক্তিকে ছড়িয়ে দিতে চায় মাকাউট। পাশাপাশি নানা সামাজিক কাজের সঙ্গে ছাত্রছাত্রীদের যুক্ত করে মাকাউট নিরন্তর চেষ্টা করছে তাদের মধ্যে নতুন দেশ উন্নত গড়ার দেশ করার কাজে ব্রতী করতে।
|
প্রযুক্তির আরো সাফল্যের চাবি কাঠি ছাত্রছাত্রীদের হাতেই |
|
প্রযুক্তির সাহায্যে গোটা পৃথিবীকে হাতের মুঠোয় আনবে আমাদের ছাত্রছাত্রীরা |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন